ময়মনসিংহে মা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা মরিয়ম বেগমকে (৭০) হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির নাম গোলাম মোস্তফা।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ মামলার রায় ঘোষণা করেন। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কবির উদ্দিন ভূইয়া এবং বাদীপক্ষে অ্যাডভোকেট আজিজুল হক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ঘুমন্ত মা মরিয়ম বেগমকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে তার ছেলে গোলাম মোস্তফা। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে এলাকাবাসী।
এ ঘটনায় বড় ছেলে শাহ জালাল বাদী হয়ে ভালুকা মডেল থানা ১৩ ডিসেম্বর রাতে পাঁচজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘদিন মামলার শুনানি শেষে চারজনকে খালাস দেওয়া হয় এবং গোলাম মোস্তফাকে দোষী সাব্যস্ত করে এ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক। তবে ৬০ দিনের মধ্যে উচ্চ আদালতে এ রায়ের আপিল করতে পারবেন আসামিপক্ষের স্বজনরা।
এদিকে রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী আনন্দ প্রকাশ করেন।