অবৈধপথে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের ৪৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় অবৈধ পথে গরু আনতে যায় কয়েকজন বাংলাদেশি যুবক। সেখানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীরা মাইন পুতে রেখেছিল। এ সময় সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে বিস্ফোরিত হয় একটি মাইন। এতে বাংলাদেশি এক যুবকের বাম পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠায়।
আহত যুবকের নাম মো. গোলাম আকবর (২৫)। তিনি নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামছড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানায়, অবৈধপথে গরু আনতে কয়েকজন যুবক জামছড়ি সীমান্ত এলাকায় গেলে এই বিস্ফোরণ হয়। আহত যুবককে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহজাহান বলেন, ‘অবৈধ পথে মিয়ানমার থেকে আসা গরু আনতে গেলে মাইন বিস্ফোরণে এক যুবকের বাম পায়ের গোড়ালি উড়ে যায়। তার শরীরের বিভিন্ন অংশেও আঘাতপ্রাপ্ত হয়। তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’