সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. জুবাইর (২৬) নামে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, জুবাইরসহ চোরাকারবারি চক্রের কয়েকজন সদস্য মিয়ানমার থেকে অবৈধ পথে চোরাই পণ্য আনার জন্য সীমান্তের শূন্যরেখায় যান। এ সময় মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে জুবাইর গুরুতর আহত হন।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জুবাইরকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার খবর পেয়েছি। শুনেছি আহত তিনি চোরাই পণ্য আনতে গিয়েছিল।’