অবৈধ সম্পদ অর্জন : রাজউকের কর্মচারীর সাড়ে চার বছরের কারাদণ্ড
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রাজউকের সাবেক নিম্নমান সহকারী মো. সালাহউদ্দিন মিয়া ওরফে রতনকে সাড়ে চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
বিচারক রায়ে আসামি মো. সালাউদ্দিন মিয়া ওরফে রতনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ এর ২ (৬) ধারায় দোষী সাব্যস্ত করে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই আইনের ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৯১৫ টাকা অর্থদণ্ড করা হয়। তবে বিচারক দুটি ধারায় সাজা একসঙ্গে চলার নির্দেশ দিয়েছেন। তাই আসামিকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৩ জুন রমনা থানায় দুদকের উপসহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়েছে, আসামি ২০১৫ সালের ২২ মার্চ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ১৪ লাখ দুই হাজার আট টাকার মিথ্যা তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। এ ছাড়া, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে এক কোটি ১৮ লাখ ২৮৫ টাকার সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার পরে দুদকের উপসহকারী পরিচালক মো. নূর আলম আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ১৭ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি হয়ে আসে।