মুন্সীগঞ্জে ৬ জেলেকে ১ মাসের কারাদণ্ড, কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট
মুন্সীগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করা ৬ জেলেকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৬টার দিকে বাংলাবাজার ইউনিয়নের নমকান্দি ঘাটে অভিযান চালিয়ে তাদের সাজা দেওয়া হয়।
এসময় জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্টজাল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ। কারাদণ্ডপ্রাপ্ত ৫ জনের বাড়িই মুন্সীগঞ্জ এবং অপর একজনের বাড়ি লক্ষ্মীপুর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে ইলিশ ধরার পর বিক্রির জন্য পাড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় অভিযানের খবর পেয়ে একটি নৌকায় মাছ নিয়ে চলে যেতে পারলেও পালিয়ে যাওয়ার চেষ্টা করা ছয় জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যগণ।