অহেতুক ঘোরাঘুরি না করে নিজের সুরক্ষার আহ্বান তথ্যমন্ত্রীর
লকডাউন শিথিলের সুযোগে অহেতুক ঘোরাঘুরি না করে নিজের সুরক্ষা নিজকেই করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে চট্টগ্রামে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সমন্বয় সভায় এ আহ্বান জানান মন্ত্রী।
চট্টগ্রামে সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত সভায় অন্যদের মধ্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ছাড়াও জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বেশকটি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় কমিশনারকে প্রধান করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আজ থেকেই কাজ শুরু করবে।