আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু
আগুন নেভাতে গিয়ে ইব্রাহিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ভোলা শহরের জামিরালতা রাস্তা সংলগ্ন রাঢ়ীবাড়ির সামনে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে এই যুবকের মৃত্যু হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের জামিরালতা সড়কের রাঢ়ী বাড়ির সামনে আলী হোসেন এর তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ভোলা সদরের দুটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর তিনটি ইউনিট মিলে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
জানা যায়, আগুন নেভাতে এসে পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাঢ়ী বাড়ির আব্দুল বারেক এর ছেলে ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এসময় লাইনের গ্যাসে আগুন লেগে গেলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে সুন্দরবন গ্যাস কোম্পানির লোকজন দ্রুত এসে রাইজারসহ গ্যাস বন্ধ করে দেয়।
ফায়ার সার্ভিস ভোলার স্টেশন অফিসার মো. সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, তুলার গুদাম ছাড়াও তিনটি বসতঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।