আদালতের নিষেধাজ্ঞার মধ্যে মিরসরাইয়ে মার্কেট উচ্ছেদ
চট্টগ্রামের মিরসরাই এলাকায় ব্যক্তি মালিকানাধীন খান মার্কেটের গেইটসহ আশপাশের দোকান উচ্ছেদ করার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আজ সোমবার দুপুরে পৌরসভার বারইয়ারহাট এলাকায় অবস্থিত খান মার্কেটের প্রধান গেইটসহ দুটি দোকান বুলডোজার দিয়ে উচ্ছেদ করেন পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।
ব্যবসায়ীরা জানান, মার্কেটটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফখরুল ইসলাম খান সিআইপির খরিদ করা জায়গার ওপর প্রতিষ্ঠিত। মার্কেটের মালিকের সঙ্গে পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের ব্যক্তিগত রেষারেষির কারণে এটি উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এতে অর্ধশতাধিক ব্যবসায়ী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এমনিতে করোনাকালীন সংকট, তার ওপর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে মার্কেট উচ্ছেদ করার পাঁয়তারা করছে।
তবে পৌরসভার মেয়র জানান, রেলওয়ে ও সওজের জায়গার মধ্যে কলেজ রোড এলাকায় সরকারি কিছু জায়গায় পৌরসভার অনুমতি ছাড়া খান মার্কেটটি নির্মাণ করা হয়েছে, যা ইমারত বিধিমালার পরিপন্থি।
তবে এ নিয়ে খান মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার পর তারা নোটিশের বিরুদ্ধে আদালতে যায়। আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করে নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু পৌর মেয়র রেজাউল করিম খোকন নিষেধাজ্ঞা অমান্য করে অভিযান চালিয়ে খান মার্কেটের গেইটসহ আশপাশের দুটি দোকান উচ্ছেদ করে। এ মার্কেটে অর্ধশতাধিক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল।
এফআইএফ প্রপার্টিজের ব্যবস্থাপক সফিউল আজম জানান, মার্কেটের জায়গাটি খরিদকৃত জায়গা এবং ব্যক্তি মালিকানাধীন জায়গার ওপর প্রতিষ্ঠিত। পৌরসভার অনুমতি নিয়ে ২০১৮ সালে মার্কেটটি নির্মাণ করা হয়। এসব বিষয় অবগত হওয়ার পরও মেয়র নিজের ইচ্ছেমতো শক্তি ব্যবহার করছে।