গজারিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত
সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাতটি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভবেরচর বাজারে দুটি দলীয় অফিসে মধ্যে আওয়ামী লীগের অফিস ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন বিএনপির অফিস আগামী দুদিনের মধ্যে সরিয়ে নেওয়া হবে বলে অনুরোধ জানালে সময় দেওয়া হয়।
এ ছাড়া বাজারের সরকারি জায়গায় দখল করে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করে আসছে তাদেরও নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরীফ বলেন, গজারিয়ায় যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ভবেরচর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা রক্ষার্থে অভিযান চালানো হয়।