আবদুস শহিদের মৃত্যু অপূরণীয় ক্ষতি : সম্মিলিত পেশাজীবী পরিষদ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/23/118238111_10214121851719291_6152255169037752052_n.jpg)
এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদের ইন্তেকালে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি। তারা আবদুস শহিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে।
শোকবার্তায় বলা হয়, আবদুস শহিদের মৃত্যুতে দেশ একজন জাতীয়তাবাদী পেশাজীবী বিশিষ্ট সাংবাদিককে হারালো। এ ক্ষতি অপূরণীয়।
আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুস শহিদ।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের শোকবার্তায় স্বাক্ষর করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, বিএসপিপির সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএফইউজের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী, মহাসচিব এম. আবদুল্লাহ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (অ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সচিব ইঞ্জিনিয়ার আ ন হ আক্তার হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার হাসিন আহমদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, অ্যাসোসিয়েশন অব অ্যাগ্রিকালচারিস্টের আহ্বায়ক রাশেদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, সদস্য সচিব অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. লুৎফর রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব মো. রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবির আহ্বায়ক অধ্যাপক ড. কামরুল আহসান, এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব শাকিল ওয়াহেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ।