আবর্জনা পরিষ্কার করে দীঘি-পুকুরে মাছ-হাঁস অবমুক্ত
করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করোনা পরিস্থিতিতে বাসা বাড়ি ও হাসপাতালের আবর্জনা বিভিন্ন পুকুর ও দীঘির মধ্যে জমে মশা ও জীবাণু ছড়াতে পারে এমন শঙ্কা থেকে এ অভিযান শুরু করা হয়।
এরই অংশ হিসেবে আজ শনিবার ডিএসসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস বিভিন্ন বদ্ধ জলাশয়, পুকুর, খাল ও দীঘি পরিষ্কার করে সেখানে নিজ অর্থায়নে মাছ ও হাঁস অবমুক্ত করেন।
এর মধ্যে ওই এলাকার বৌদ্ধমন্দির ও রাজারবাগ কালিবাড়ির দুটি দীঘিতে ৮০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা ও ২০টি করে রাজহাঁস অবমুক্ত করা হয়। পরে মন্দির দুটিতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন কাউন্সিলর।
কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে বাসাবাড়ির বর্জ্য এবং নিয়মিত বর্জ্যের কারণে জীবাণু বাড়তে পারে। এ ছাড়া এডিস মশার উৎপাত রয়েছে। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় আমরা অভিযান শুরু করেছি। এর অংশ হিসেবে একটি বড় দীঘি ও দুটি পুকুরের সব বর্জ্য পরিষ্কার করে সেখানে হাঁস ও মাছ অবমুক্ত করেছি।’
এ ছাড়া করোনাভাইরাসে বিপর্যস্ত জনগোষ্ঠীর জন্য ডিএসসিসির দিনমজুর, শ্রমিক ও অসহায় ২৬৬টি পরিবারের মাঝে খাদ্য বিতরণ, এডিস মশা ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া আজ দুপুরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে রোগ প্রতিরোধক হোমিওপ্যাথি ওষুধ বিতরণ করেন কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস।