আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী কে এম মাছুদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। আজ বুধবার সকালে শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের করা ৩ ও ৫ জানুয়ারি মাছুদ খানের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করা হয় এবং কেন ওই আদেশ অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে চার সপ্তাহের রুল জারি করা হয়।
মাছুদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মেয়র পদপ্রার্থী কে এম মাছুদ খানের মামলা সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সি। এ ঘটনায় মাছুদ খান ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। পরে তিনি গতকাল মঙ্গলবার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন।
মাছুদ খানের রিটকারী আইনজীবী অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের আদেশের ফলে আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে কে এম মাছুদ খানের প্রার্থিতা বৈধ হয়েছে। তিনি নির্বাচনে অন্য মেয়র পদপ্রার্থীর মতোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তাঁকে সব ধরনের সহযোগিতার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ আদেশের ফলে নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত আবদুল ওয়াহেদ খান, বিএনপির মনোনীত মো. মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. শাহ জালাল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কে এম মাছুদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাছুদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নির্বাচনে সাধারণ কাউন্সিলর ৪০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘নলছিটি পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ২৪ হাজার ১০১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৫১ জন নারী ও ১২ হাজার ৫০ জন পুরুষ ভোটার। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রের ৭৯ বুথে ভোটগ্রহণ করা হবে।’