আল্লামা আযহার আলী আনোয়ার শাহর দাফন সম্পন্ন
কিশোরগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহর দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার দেশের ঐতিহাসিক ও বৃহত্তম ঈদগাহ শোলাকিয়া ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পরিচালনা করেন আনোয়ার শাহর ছেলে মাওলানা আনজার শাহ তানিম।
জানাজা শেষে শোলাকিয়ায় মরহুমের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
গতকাল বুধবার রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কর্ম জীবনের শুরুতে সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সহসভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক, জেলার ইমাম-উলামা পরিষদের সভাপতি এবং ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।