আশরাফুল আলম খোকনের দাদির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/14/shok-logo.jpg)
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের দাদি আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, আমেনা বেগমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমেনা বেগম আজ সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।