আশুলিয়ায় শিক্ষার্থীর হামলায় আহত শিক্ষক মারা গেছেন
সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর বেধড়ক পিটুনিতে আহত শিক্ষক উৎপল কুমার মারা গেছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।
উৎপল কুমার স্থানীয় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। পাশাপাশি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন তিনি। উৎপল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন দত্তপাড়া এলংজানি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত শনিবার দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষার্থীদের ক্রিকেট খেলা চলছিল। খেলা চলাকালে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র (১৬) ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারের ওপর হামলা চালায়। সে স্টাম্প দিয়ে ওই শিক্ষকের মাথায় উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে স্টাম্পের সূচালো অংশ দিয়ে তলপেটে আঘাত করলে ওই শিক্ষকের নাড়িভুড়ি বেরিয়ে যায়। এরপর পালিয়ে যায় ওই শিক্ষার্থী।
পরে গুরুতর আহত অবস্থায় উৎপল কুমার সরকারকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।
এলাকাবাসী জানান, হামলা চালানো দশম শ্রেণির ওই শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান। সে প্রায় সময়ই শৃঙ্খলা ভঙ্গ করতো এবং ছাত্রীদের উত্ত্যক্ত করতো। স্কুলের শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে শিক্ষক উৎপল কুমার সরকার তাকে একাধিক বার সতর্ক করার কারণেই তাঁর ওপর ক্ষুব্ধ ছিল সে।
এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন নিহত শিক্ষকের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন নিহত শিক্ষকের বড়ভাই অসীম কুমার সরকার।
মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ‘শিক্ষককে হত্যার ঘটনায় জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন নিহত শিক্ষকের স্ত্রী বিউটি রানী নন্দী।