আশ্রয়কেন্দ্রে জন্ম নিল শিশু, নাম ‘বুলবুলি’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/10/mongla-bulbuli-photo-1.jpg)
ছবি : এনটিভি
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাত থেকে বাঁচতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অসংখ্য মানুষ। আর এ আতঙ্কের মধ্যেই বাগেরহাটের মোংলা উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে জন্ম নিল ফুটফুটে একটি শিশু। ঝড়ের নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে ‘বুলবুলি’। তবে স্বস্তির বিষয়, ঘূর্ণিঝড়ের আতঙ্কের রাতে নিরাপদেই জন্ম হয়েছে বুলবুলির। সুস্থ আছে মা-মেয়ে দুজনই।
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে জন্ম হয় শিশুটির। শিশুর মা হনুফা ও বাবা বায়েজিদ শিকদার। সেখানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2019/11/10/mongla_bulbuli_photo_3.jpg 687w)
খবর পেয়ে মোংলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল হাসানসহ অন্যরা ঘটনাস্থলে ছুটে যান। খোঁজ নেন মা ও মেয়ের শারীরিক অবস্থার।
এ সময় জানানো হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে মা-মেয়ের সার্বিক সহযোগিতায় দেওয়া হবে ২০ হাজার টাকা। এ ছাড়া মা ও মেয়ের সুস্থরা কামনা করে শুভকামনা জানায় জেলা প্রশাসন।