‘আ. লীগ গণমানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে’
শরীয়তপুরে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শরীয়তপুরের উন্নয়ন হয়। শুধু শরীয়তপুরই নয়, গোটা বাংলাদেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ গণ মানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে।’
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সড়ক ও জনপথের বাস্তবায়নে সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন পর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন।
উপমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ হাওয়া ভবনের দল নয়, লুটপাট করার দল নয়। নিতে নয়, দিতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়।’
শরীয়তপুরে ৮৫৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর (মনোহর বাজার)- ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম।
এ সময় জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সড়কের নির্মাণ কাজের উদ্বোধন শেষে বালার বাজার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চরসেনসাস ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বালার বাজার সেতু থেকে ফেরিঘাট পর্যন্ত চারলেন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এক জনসভা বক্তব্য দেন।