আ. লীগ নেতাকে গুলি করে হত্যা, ভয়ে মৃত্যু পথচারীর
বান্দরবানের জামছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত হয়েছেন রাজবিলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচুনো মারমা (৫৪) এবং আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাখোয়াই মারমা (৬৩)।
আহতরা হলেন রাজবিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০), ক্যাপো মং (৪৫) এবং প্রতিবন্ধী আধাসী (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে জামছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের ১০ থেকে ১২ জন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে হতাহতের ঘটনা ঘটে।
এ সময় আতঙ্কে পাহাড়ি গ্রামের মানুষরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। জামছড়ি বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুলিবিদ্ধদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।