ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/03/joypurhat.jpg)
জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চাঞ্চল্যকর আজাদ চেয়ারম্যান হত্যা মামলায় জেলা পরিষদের সদস্য ও ভাদসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
হত্যাকাণ্ডের সাড়ে চার বছর পর আসামি হাতেম আলী আজ সোমবার জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের জন্য আবেদন করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম. এ রব হাওলাদার তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুন রাতে ভাদসা ইউনিয়ন পরিষদের তৎকালীন নির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় ছয়জনের নামসহ অজ্ঞাত আরো ছয় থেকে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।
পরে এজাহারভুক্ত দুজন আসামি বন্দুকযুদ্ধে নিহত এবং অন্য চারজন কারাগারে থাকলেও হত্যার মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ নেতা হাতেম আলী পলাতক ছিলেন।