ইলতুতমিস হত্যা : খালাস পেলেন আসামি শামিম
১৮ বছর পর আপিল বিভাগ থেকে খালাস পেলেন মাগুরার ইলতুতমিস হত্যা মামলার আসামি শামিম। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
এ সময় আপিল বিভাগ বলেন, মৃত্যুকালীন জবানবন্দির সঙ্গে সাক্ষীদের জবানবন্দির মিল নেই। এজন্য শামিমকে খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৬ মে মাগুরায় ছুরিকাঘাতে খুন হন ৩৫ বছরের ইলতুতমিস মোল্লা। এ ঘটনায় করা মামলায় ২০০৯ সালে শামীমসহ তিন জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরবর্তীতে ২০১২ সালের ১৯ নভেম্বর দু’জনকে খালাস দেন হাইকোর্ট। সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয় শামীমকে। যাবজ্জীবন সাজা পাওয়া শামিমকেও বৃহস্পতিবার খালাস দিলেন আপিল বিভাগ।