ইশরাককে বহনকারী প্রিজনভ্যানে হামলা, আটক ৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/06/ishraq-hossain-arrested-in-city.jpg)
বিএনপিনেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলা। ছবি : ফোকাস বাংলা
বিএনপিনেতা প্রকৌশলী ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর ২টা ৩০ মিনিটের পরে ইশরাককে বহনকারী প্রিজনভ্যানে হামলা করে কিছু দুর্বৃত্ত। সে সময় হামলাকারীদের মধ্যে আমরা পাঁচজনকে আটক করি। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মাহবুবুর রহমান আরও বলেন, জিজ্ঞাসাবাদের পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। এ হামলার ঘটনায় কোতোয়ালি থানার পরিদর্শকসহ (অপারেশন) আরও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।