ঈদের আমেজ না কাটতেই কাজের টানে ফিরছে মানুষ
ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) থেকে খুলবে সরকারি ও বেসরকারি অফিস, আদালত, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। এতে ঈদের আমেজ না কাটতেই নাড়ির টান ছিন্ন করতে হচ্ছে কর্মজীবীদের। রাজধানীসহ বিভিন্ন কর্মক্ষেত্রের জেলায় ফিরছে মানুষ।
আজ রোববার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেসের যাত্রীরা ট্রেন থেকে নামছে। তাদের মধ্যে ছিলেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আগামীকাল অফিস শুরু। পাঁচদিনের ছুটি কাটিয়ে ঢাকায় এসেছি। পরিবারের সঙ্গে এবার ঈদ আনন্দ করেছি। ঢাকায় এসে কাজে ফিরতে হবে এখন, তাই চলে এসেছি।’
এক সরকারি কর্মকর্তা বলেন, ‘ঈদের ছুটি শেষ বলে ঢাকাতে ফিরলাম। কাল থেকে আবারও মানুষের সেবা দিতে হবে। সেবাই আমাদের কাজ। ফলে কাজের টানে ফিরতেই হচ্ছে।’
এদিকে, দেওয়ানগঞ্জ থেকে দুপুর ১২টায় কমলাপুর স্টেশনে আসে ভাওয়াল এক্সপ্রেস। এখানেও অনেক যাত্রীদের দেখা গেছে যারা ছুটি শেষে ঢাকায় এসেছেন। এ ছাড়া,দুপুর পৌনে ১টায় কমলাপুর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও জামালপুর কমিউটার ট্রেন এসে পৌঁছায়। প্রতিটি ট্রেনেই উল্লেখযোগ্য যাত্রী রয়েছে।