ঈদে খাদ্যসামগ্রী ও ফুল নিয়ে চিকিৎসকদের পাশে আওয়ামী লীগ নেতারা
সাতক্ষীরায় ঈদের ছুটিতে করোনাকালে দুই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছে ঈদের দিন খাবার, ফুল ও ‘থ্যাংক ইউ ডক্টর’ নিয়ে হাজির হন জেলা আওয়ামী লীগের নেতারা। তারা চিকিৎসকদের হাতে বাড়িতে রান্না করা নানা পদের খাবার তুলে দিয়ে বলেন, ‘ঈদের দিনেও আপনারা চিকিৎসাসেবা দিচ্ছেন। আমরা তাই আপনাদের পাশে এসেছি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ঈদের দিন শুক্রবার এসব সামগ্রী নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সামনে হাজির হন দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ প্রমুখ।
ফুলেল শুভেচ্ছাসহ খাদ্যসামগ্রী গ্রহণ করেন ডা. সোমা দে, ডা. অসীম কুমার সরকার, ডা. ইলিকা ঘোষ, ডা. অনিক গুহ, ডা. চৈতী ঘোষ মিতু, ডা. অনিন্দ দাশ সৌরভ, ডা. শংকর কুমার ঘোষ, ডা. প্রিন্স কুমার ঢালী ও ডা. ভবতোষ কুমার মণ্ডল। চিকিৎসকেরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যক্ষ আবু আহমেদ বলেন, করোনা চলাকালে ঈদের ছুটির মধ্যেও চিকিৎসকেরা রোগীর সেবা দিচ্ছেন এবং তারা পরিবার ও পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ গ্রহণ করেননি। এই দৃষ্টিকোণ থেকে আমরা তাদের হাতে ঈদের খাদ্যসামগ্রী, ফুল ও ‘থ্যাঙ্ক ইউ ডাক্তার’ পৌঁছে দিয়েছি।