উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট চাইলেন শফিউল
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।
আজ বুধবার কাঁঠালবাগান থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। একে একে হাতিরপুল, ভূতেরগলি, এলিফ্যান্ট রোডে প্রচার চালান তিনি।
শফিউল প্রতিশ্রুতি দেন নির্দিষ্ট ২১ স্পটের বাইরে পোস্টার না লাগানোসহ নতুন আচরণবিধি মেনে চলার। তিনি বলেন, ‘একটি যুগান্তকারী সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি সব প্রার্থী ও নির্বাচন কমিশন মিলে। আমরা নির্ধারিত জায়গায় পোস্টারিং করব। নির্ধারিত স্থানে সীমিত পর্যায়ে মাইকিং করব। নির্বাচনের দিন বাস ট্রাক ও মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচল করবে।
আগামী ২১ মার্চ ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ছিলেন ওই আসনের সংসদ সদস্য। সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি পদত্যাগ করেন।