একসঙ্গে ৩ নবজাতক প্রসব ফরিদপুরে
ফরিদপুরে একই সঙ্গে তিন সন্তান প্রসব করলেন আসিয়া ইসলাম এ্যামি (৩০) নামে এক মা। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন এ্যামি।
এ্যামির স্বামী ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। তার নাম মো. নাজমুল হাসান।
স্বামী নাজমুল হাসান জানান, দুটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তানসহ মোট তিনটি নবজাতক ভূমিষ্ঠ হয়েছে। মা ও শিশুরা সবাই সুস্থ আছে।
নাজমুল হাসান বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আমাকে একই সঙ্গে তিনটি সন্তান দিয়েছেন এবং তারা সুস্থ আছে।’
নাজমুল হাসান জানান, তার স্ত্রী ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি একজন গৃহিণী।
এ্যামি ও শিশুরা ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালের ডা. সুলতানা বেগম লিপির তত্ত্বাবধানে রয়েছেন।
এ ব্যাপারে ডা. সুলতানা বেগম লিপি বলেন, এ্যামি দীর্ঘদিন ধরে সন্তান ধারণ করতে পারছিলেন না। পরে আমাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসায় একই সঙ্গে তিনটি সন্তান গর্ভে আসে। দীর্ঘ ৩৬ সপ্তাহ পর আজ দুপুরে সিজার করে বাচ্চা প্রসব করানো হয়েছে।
মা ও সব শিশুই সুস্থ আছে বলে জানান ওই চিকিৎসক।