এবার সংসদ সদস্যের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে ঘুসি মারার অভিযোগ
জাতীয় সংসদ ভবনের এলডি হলে গতকাল শনিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল কিলঘুসি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাজশাহীতে আওয়ামী লীগের সংসদ সদস্যের বিরুদ্ধে এক শিক্ষককে মারধরের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এমন আরেকটি ঘটনা আলোচনায় এলো।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আচমকা দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের নাকে ঘুসি দেওয়ার সংবাদের পর থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে উত্তেজনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো দেবীদ্বার উপজেলা। দেবীদ্বারের বিভিন্ন স্থানে উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা বিক্ষোভ শুরু করলে পাল্টা প্রতিরোধে এগিয়ে আসেন সংসদ সদস্য রাজীর সমর্থকেরা। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আহত হন অন্তত ১৫ থেকে ১৬ জন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগ উঠেছে, কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় জেলা সভাপতি ম. রুহুল আমিনসহ জেলা ও উপজেলার প্রায় ২৬ জন নেতা উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে দেবীদ্বার উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার দাবি করেন, এলাহাবাদ ইউনিয়ন কমিটি ঘোষণা দেওয়ার। এ সময় সব সদস্য এক বাক্যে তা সমর্থন করলে কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাস্টার সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম সরকারকে সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসেবে আক্তারুজ্জামান স্বপনের নাম ঘোষণা করেন। ওই সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ‘কমিটি মানি না’ বলে ঘোষণা দেয়। পাশে বসা দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ‘কমিটি সুন্দর হয়েছে’ বললে তাঁর ওপর চড়াও হওয়ার পাশাপাশি কিলঘুসি দেন সংসদ সদস্য রাজী। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে।
এদিকে, গতকাল শনিবার রাত ১০টার দিকে সংসদ সদস্য রাজীর গ্রুপকে উপজেলা সদরে সশস্ত্র মহড়ায় থাকতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।