এবার স্বাস্থ্যের পরিচালক করোনায় আক্রান্ত
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পর এবার করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। গত বৃহস্পতিবার তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। আজ শনিবার সকালে ইকবাল কবীরের ভাই সাংবাদিক নজরুল কবীর এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল কবীর বলেন, ‘গত বৃহস্পতিবার আমার ভাইয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ভাইয়ের জ্বর ও কাশি রয়েছে। এখন তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে করোনা ছাড়া অন্য কোনো সমস্যা না থাকায় তিনি মোটামুটি ভালো আছেন।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত কয়েক দিন হলো কাজে যোগদান করেছেন।
বাংলাদেশে এখন পর্যন্ত তিন হাজার ৩০১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসক রয়েছেন এক হাজার ৪০ জন। আক্রান্তদের মধ্যে ৩৬ জন চিকিৎসক মারা গেছেন।