ওয়াসার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট খোলা স্থানে স্থানান্তরের দাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/08/53-ward.jpg)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডে প্রস্তাবিত ঢাকা ওয়াসার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টটি বসতি এলাকা বাদ দিয়ে সুপারিশকৃত পাশের খোলা স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মো. নাসির উদ্দিন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে কাউন্সিলর মো. নাসির উদ্দিন বলেন, উত্তরা তৃতীয় প্রকল্প সন্নিহিত তুরাগ থানাধীন বর্তমানে ৫৩ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি করপোরেশনের ধউর ও নলভোগ মৌজায় ঢাকা ওয়াসা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের উদ্যোগ নেয়। যা বর্তমান নির্ধারিত স্থানে বাস্তবায়ন করা হলে মেট্রোরেল ডিপো কেন্দ্রিক গড়ে ওঠা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হবে। এলাকার জনবহুল আবাসিক এলাকার জনসাধারণের ভোগান্তি ও দুর্ভোগ বাড়বে, আশেপাশের বায়ুদূষণ বৃদ্ধি পাবে, পাশের প্রস্তাবিত ও গড়ে ওঠা পুলিশ লাইনস, আহসানিয়া মিশন ইঞ্জিনিয়ারিং কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সৌন্দর্যহানি ঘটবে। একইসঙ্গে সরকারি ভূমি অধিগ্রহণ ব্যয় অনেক গুণ বৃদ্ধি পাবে ও পরিবেশ-প্রতিবেশের দূষণ বাড়বে। সরকারি অধিগ্রহণের ফলে তিন শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ হবে। যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আদি বাসিন্দারা।
কাউন্সিলর বলেন, উক্ত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বা পয়ঃশোধানাগার বাস্তবায়নের স্থান নির্ধারণ করতে গিয়ে ঢাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশার একটি মাইলফলক রাজউক কর্তৃক প্রণীত মাস্টার প্লান ড্যাপ নির্ধারিত রাস্তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা উক্ত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বা পয়ঃশোধানাগার বাস্তবায়নের বিপক্ষে নই। আমাদের দাবি হচ্ছে, এই প্রকল্পটি আবাসিক এলাকা থেকে সরিয়ে যথাক্রমে ভাটুলিয়া গ্রাম, আশুতিয়া ও ধউর মৌজার একাংশের প্রস্তাবিত জায়গায় বাস্তবায়ন করা হোক। এটি সম্পূর্ণ খোলা জায়গা। এখানে প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন জনগণের কোনো সমস্যা হবে না, তেমনি প্রকল্প বাস্তবায়নে প্রায় সাতশ কোটি টাকা অধিগ্রহণ ব্যয় বাবদ সাশ্রয় করা সম্ভব হবে।
এলাকাবাসীর দাবির সঙ্গে মেয়র, স্থানীয় সংসদ সদস্য একমত পোষণ করেছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, উক্ত প্রকল্প সম্পর্কে জানার পর বৃহত্তর জনসাধারণের স্বার্থ বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য তুরাগ থানাধীন বর্তমান নলভোগ ও ধউর মৌজাস্থ বর্তমানে প্রস্তাবিত স্থানের পরিবর্তে একই এলাকার নিকটবর্তী ফাঁকা জায়গার গ্রাম ভাটুলিয়া, আশুতিয়া ও ধউর মৌজার একাংশে স্থানান্তরের সুপারিশ করেছেন। কিন্তু ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক কারো সুপারিশই আমলে নিচ্ছেন না।
এক প্রশ্নের জবাবে কাউন্সিলর বলেন, আমরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকে বসার চেষ্টা করেছি। কিন্তু তিনি বসতে রাজি হননি। তিনি কারো পরামর্শ বা দাবিকেই আমলে না নিয়ে একতরফাভাবে প্রকল্পটি বাস্তবায়নের ষড়যন্ত্র করছে। ওয়াসার কর্তাব্যক্তি ও কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অসৎ উদ্দেশ্য না থাকলে প্রস্তাবিত সরকারি খাস জমিতে প্রকল্প বাস্তবায়নে উৎসাহী না হয়ে কেন বসতি উচ্ছেদ করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে, এ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে। কাউন্সিলর উত্তরা ও তুরাগ এলাকার জনগণের স্বার্থ রক্ষা করে সুপারিশকৃত বিকল্প জায়গায় পয়ঃনিষ্কাশন প্রকল্পটি বাস্তবায়নে সরকারের শীর্ষ কর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে আবদুল বাতেন, মো. হারিস মিয়া, আজহারুল ইসলাম, মোবিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।