কক্সবাজারে চাল আত্মসাৎ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি বরাদ্দের ১৫ টন চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি পেকুয়া ইউনিয়ন আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক।
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম।
মামলায় অভিযোগ করা হয়, ‘কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে ২০১৯ সালের ২৯ জুলাই মানবিক সহায়তা হিসেবে পেকুয়া উপজেলাকে ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ২৫ মেট্রিক টন চাল বিলি করা হয়। বাকি ১৫ মেট্রিক টন চাল গত ৩১ মার্চ টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী অনুকূলে উপবরাদ্দ দেওয়া হয়।’
‘করোনাভাইরাসের প্রভাবে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ওই চাল টৈটং ইউপি চেয়ারম্যান খাদ্য গুদাম থেকে গত ৬ এপ্রিল উত্তোলন করেন। কিন্তু চালগুলো উত্তোলন করা হলেও তিনি চাল বিতরণের কোনো তথ্য দেননি। এ ছাড়া মাস্টাররোলসহ অন্যান্য কাগজপত্র জমা দেননি। চালগুলো কী করেছেন সে বিষয়ে বারংবার জানতে চাওয়া হলেও কিছুই না জানিয়ে তিনি পলাতক রয়েছেন। যার কারণে তাঁর বিরুদ্ধে চাল আত্মসাতের মামলা করা হয়েছে‘, যোগ করা হয় মামলার এজাহারে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাত বলেন, ‘ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করলে সব তথ্য বেরিয়ে আসবে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’