কপোতাক্ষে নৌকাডুবিতে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে মাটিবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাবুর আলী নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা ও খুলনা ফায়ার ব্রিগেডের দুটি ডুবুরি দল।
কপোতাক্ষ নদের ওপারে কয়রা এলাকায় উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া লঞ্চঘাটে পানির তোড়ে মাটিবাহী একটি নৌকা ডুবে যায়। এতে ১২ শ্রমিকের মধ্যে নয়জন উদ্ধার হলেও নিখোঁজ হন তিন শ্রমিক। এরা হলেন বাবুর আলী, শফিকুল ইসলাম ও আবদুল আজিজ।
জানা যায়, তাঁরা নৌকায় মাটি বহন করে আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় পানির তোড়ে নৌকাটি ডুবে যায়।