কবি আল মাহমুদের প্রয়াণ দিবস আজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/15/al_mahmud.jpg)
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের প্রথম প্রয়াণবার্ষিকী আজ। গত বছরের ১৫ ফেব্রুয়ারি তিনি ৮২ বছর বয়সে মারা যান।
কবির পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মেছিলেন ১৯৩৬ সালের ১১ জুলাইয়ে। তাঁর পিতার নাম মীর আবদুর রব ও মা রওশন আরা মীর।
আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।
‘লোক লোকান্তর’ (১৯৬৩), ‘কালের কলস’ (১৯৬৬), ‘সোনালী কাবিন’ (১৯৭৩), ‘মায়াবী পর্দা দুলে ওঠো’ ইত্যাদি আল মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। অনবদ্য গল্প ও উপন্যাসের জন্যও খ্যতি অর্জন করেছিলেন তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।
আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সংগঠন নানা আয়োজনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।