কবি স্থপতি রবিউল হুসাইন আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/26/rabiul.jpg)
একুশে পদকজয়ী কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
দীর্ঘদিন ধরেই রবিউল হুসাইনের শরীরে রক্ত তৈরি হচ্ছিল না। ১৯৪৩ সালের ৩১ জানুয়ারিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামে রবিউল হুসাইনের জন্ম। বুয়েট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্থপতি হওয়ার পাশাপাশি ষাটের দশক থেকেই তিনি লেখালেখির সঙ্গে সম্পৃক্ত হন। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা ছাড়াও কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও শিশুতোষ বইও লিখেছেন তিনি।
রবিউল হুসাইন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পেশা স্থাপত্যশিল্প হলেও সম্পৃক্ততা ছিল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। ভাষা ও সাহিত্যে অবদান রাখায় ২০১৮ সালে একুশে পদক পান। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষকও ছিলেন তিনি।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বিশিষ্ট লেখক মফিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই রবিউল হুসাইনের শরীরে রক্ত তৈরি হচ্ছিল না। এ কারণে তিনি বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা গেছেন।