করোনার টিকা বিক্রির অভিযোগে বিজয়কৃষ্ণ রিমান্ডে
অবৈধভাবে করোনাভাইরাসের টিকা সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে বিজয়কৃষ্ণ তালুকদার নামে এক ব্যক্তিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা (জিআরও) থেকে এ তথ্য জানা গেছে। এ সময় আসামি বিজয়কৃষ্ণ তালুকদার আদালতে হাজির ছিলেন।
গত বুধবার রাতে দক্ষিণখানের হাজীপাড়া এলাকা থেকে বিজয়কৃষ্ণ তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আজকে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
পুলিশ জানায়, বিজয়কৃষ্ণ তালুকদার দক্ষিণখানের হাজীপাড়ায় ‘দরিদ্র পরিবার সেবা’ নামের একটি ক্লিনিকের মালিক। তার ক্লিনিক থেকে ২২টি মডার্নার টিকার খালি বাক্স ও একটি টিকা এবং চিকিৎসকের বাসার ফ্রিজ থেকে আরও একটি মডার্নার টিকা উদ্ধার করা হয়েছে। তিনি টাকার বিনিময়ে ২২ জনকে করোনার টিকা দিয়েছেন। এটা অবৈধ কাজ।