করোনায় মারা গেলেন চিকিৎসক ফিরোজা বেগম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/25/feroza.jpg)
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ফিরোজা বেগম নামে আরেকজন চিকিৎসক মারা গেছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা বেগমের মৃত্যু হয়। তাঁর স্বামী ডা. শফিকুর রহমান রুনু্ও একই হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল এনটিভি অনলাইনকে বলেন, ‘ডা. ফিরোজা বেগম রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী। করোনা আক্রান্ত হয়ে আজ ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’
ফিরোজা বেগমের স্বামী শফিকুর রহমান রুনু একজন চক্ষু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট।
এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৫১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো আটজন চিকিৎসক।