করোনার উপসর্গ নিয়ে খুলনায় সাংবাদিক পান্নার মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/22/wadudur-rahman-panna.jpg)
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং দৈনিক জন্মভূমি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াদাদুর রহমান পান্না (৭২) আজ শনিবার সন্ধ্যায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিরকুমার ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতার পাশাপাশি খুলনার জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা। তিনি ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, ওয়াদুদুর রহমান পান্না জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানকার চিকিৎসকরা করোনা উপসর্গ থাকায় দুপুরেই গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এখানেই তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট প্রধান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাসের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওয়াদুদুর রহমান পান্নার করোনার সব উপসর্গ ছিল। তাঁকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওয়াদুদুর রহমান পান্নার আগে থেকেই অ্যাজমার সমস্যা ছিল, পরীক্ষা না করে করোনা বলা যাবে না। তবে করোনা সব উপসর্গ থাকায় তাঁকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সাসপেক্টেড ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।
ওয়াদাদুর রহমান পান্না বাংলাদেশ স্বাধীনতার পর দৈনিক বাংলার বাণী পত্রিকার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশায় যোগ দেন। পরে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন। ২০০৪ সালে চরমপন্থীদের হাতে দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ন কবীর বালু নিহত হলে তিনি এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হন। শিশু সংগঠক হিসেবে কাজ করতে গিয়ে তিনি পরে জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন প্রতিষ্ঠা করেন, যা খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়।
ওয়াদাদুর রহমান পান্না বিভিন্ন শিশু সংগঠনসহ সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছাড়াও অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ছিলেন।
মরহুমের লাশ কাল রোববার সকালে প্রথমে জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনে এবং বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে আনা হবে। বাদ জোহর জানাজা শেষে খুলনার বসুপাড়ায় দাফন করা হবে।
সিনিয়র সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রেপলিটন সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।