করোনার টিকা নিলেন দিনাজপুরের পুলিশ সুপার
দিনাজপুর জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। টিকা কর্মসূচির দ্বিতীয় দিন আজ সোমবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।
আজ সকাল থেকেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ মোট ১৪টি কেন্দ্রে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোভিড-১৯ এর টিকা নিচ্ছে।
নিজে টিকা নেওয়ার পর পুলিশ সুপার আনোয়ার হোসেন সবাইকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেন। বিশেষত বয়স্করা যেন টিকা নেন এজন্য তিনি আহ্বান জানান। টিকা নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার কথা বলেন তিনি।
দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘আজ দ্বিতীয় দিন বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলে। গতকাল রোববার নারী-পুরুষসহ মোট ৭১৭ জন টিকা গ্রহণ করে। আজ সোমবার দ্বিতীয় দিনে মোট টিকা নিয়েছে এক হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ৮৯০ জন ও নারী ২৩৯ জন।’
সিভিল সার্জন আরো বলেন, ‘যারা টিকা নিচ্ছে, তারা সবাই ভালো আছে। টিকা নিতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করছে।’
এর আগে গতকাল রোববার জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য ইকবালুর রহিম দিনাজপুরে প্রথম টিকা নিয়ে কোভিড-১৯-এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।