করোনায় ঘরবন্দি অসহায় মানুষের পাশে সময় ফাউন্ডেশন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের হাতে গড়ে ওঠা এমনি একটি সংগঠন সময় ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় বরাবরের মতো আবারও এগিয়ে এসেছে শ্রমজীবী মানুষের পাশে।
১১ জন প্রতিষ্ঠাতা ও ৫০ জন সদস্য নিয়ে গঠিত সময় ফাউন্ডেশন এই করোনা সংকটের মুহূর্তে খিলগাঁও গোড়ান এলাকায় শ্রমজীবী মানুষদের জন্য সপ্তাহব্যাপী পুষ্টিকর রান্না করা খাবারের আয়োজন করে চলেছে। কোনোরূপ প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজেদের স্বেচ্ছাদানে পরিচালিত এই কার্যক্রমে প্রতিদিন ২৫০ পরিবারের জন্য মুরগি, সবজি ও খিচুড়ি রান্না করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।
আজ ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, মাসুম, সুজিত, রুবাইয়াত, অয়ন ও ইমরানের নেতৃত্বে একদল তরুণ স্বেচ্ছাসেবী রান্না করা খাবার প্যাকেজিংয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর রান্না করা খাবার নিয়ে পরিচ্ছন্ন কর্মী এবং বিভিন্ন বস্তিতে বস্তিতে বিতরণ চলে।
এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ আনিসুর রহমান আনিস। এ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবতার ডাকে সাড়া দিয়ে তিনি তরুণ সমাজের এই মহৎ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করছেন। সমাজের সব সামর্থ্যবানের উচিত এই সময়ে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ানো।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইমরান চৌধুরীর কাছে সংগঠন এবং বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এক যুগ আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে প্রাকৃতিক দুর্যোগ আইলা আক্রান্ত অসহায় মানুষদের জন্য কিছু করার চিন্তায় তাদের এই সংগঠনের জন্ম। এরপর একযুগ ধরেই তারা নিভৃতে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে করোনা প্রাদুর্ভাবের জন্য দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অফিস আদালত ছুটি হয়ে যাওয়ায় বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ায় অনেকেই খাদ্য সংকটের মতো মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। এজন্যই সময় ফাউন্ডেশন এ রকম পরিবারগুলোর জন্য প্রতিদিন পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে।
ইমরান চৌধুরী সবার উদ্দেশে আহ্বান জানান সবাই যাতে এই কঠিন সময়ে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়।
এর আগে গত সোমবার খিলগাঁওয়ে ২৫০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে সময় ফাউন্ডেশন।
এ বিষয়ে সময় ফাউন্ডেশনের অন্যতম সদস্য রেজওয়ান শাহনেওয়াজ সুজিত বলেন, ‘আপনারা সবাই জানেন, সারা বিশ্বে এখন ক্রান্তিকাল চলছে। করোনা মহামারি আকার ধারণ করেছে। একটি অনুরোধ দয়া করে কেউ গরিব-দুঃখী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে যার যা সুযোগ ও সামর্থ্য আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতাই পারে ওদের মধ্যে একটু হলেও হাসি ফুটাতে।’
রেজওয়ান শাহনেওয়াজ সুজিত আরো বলেন, ‘আমরা জানি, আমাদের এই সীমিত প্রচেষ্টা পরিস্থিতির আমূল পরিবর্তন করবে না। তবু গরিব-দুঃখী মানুষ যাতে না খেয়ে আতঙ্কে মারা না যায়, আপাতত পাঁচ দিনব্যাপী চলবে আমাদের এই সীমিত প্রচেষ্টা। ইনশা আল্লাহ আমরা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আরো সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।’