করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/07/shatkhira-upazilla-chairman.jpg)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এই কমান্ডার মারা যান। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরিন।
জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল গণি পরপর দুবার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েক দফা চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
আবদুল গণির ছেলে আবদুর রাজ্জাক রনি জানান, জ্বরে আক্রান্ত হওয়ায় বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন তাঁর বাবা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজধানীতে নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
জানাজা শেষে সাতক্ষীরায় পারিবারিক কবরস্থানে আবদুল গণিকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।