করোনায় প্রাণ গেল অতিরিক্ত পুলিশ সুপারের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/12/119157866_319603649121737_5480975460360248853_n.jpg)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মো. আজিজুর রহমান চৌধুরী মারা গেছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
সোহেল রানা আরো বলেন, আজিজুর রহমান পুলিশের বিশেষ শাখায় (রাজনৈতিক) কর্মরত ছিলেন। ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি তৈরিতে যুক্ত ছিলেন তিনি। তবে সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাঁকে পরবর্তী সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
আজিজুর রহমান ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নন্দনগর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মস্থানেই পুলিশি ব্যবস্থাপনায় তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সোহেল রানা। আজিজের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন আজিজুর রহমান। বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের পর ২০০২ সালের ২৭ আগস্ট পুলিশের বিশেষ শাখায় যোগ দেন তিনি। পরে সেখান থেকেই ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় অবসরে যান।
পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যনুযায়ী, এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫ জন পুলিশ সদস্য মারা গেছেন।