করোনায় ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/07/vc.jpg)
ফারইস্ট ইটারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়ছিল ৭০ বছর।
ড. মো. নাজমুল করিম চৌধুরী এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ছিলেন।
ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের সূত্রে জানা যায়, নাজমুল করীমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের জালাবাজারে। অধ্যাপক নাজমুল আগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ৫ মে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
ঢাবি উপাচার্যের শোক
অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ বৃহস্পতিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরী ছিলেন এ দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মানবিক চেতনার অসাধারণ গুণী ব্যক্তি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অনারারি ট্রেজারারসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’