করোনায় মারা গেলেন নির্মাতা-অভিনেতা স্বপন সিদ্দিকী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/10/s.jpg)
বাংলাদেশের বিনোদন অঙ্গনে শোকের খবর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নির্মাতা-অভিনেতা স্বপন সিদ্দিকী।
আজ শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বপন সিদ্দিকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ এনটিভি অনলাইনকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আনজাম মাসুদ বলেন, ‘বেশ কিছুদিন আগে স্বপন ভাই করোনায় আক্রান্ত হন। এত দিন বাসায় চিকিৎসা করছিলেন, তিন দিন আগে অক্সিজেনের সিলিন্ডারও নেওয়া হয়। আজ শরীর একটু বেশি খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই মারা যান স্বপন ভাই। তাঁর মৃত্যুর খবর পেয়ে খুব কষ্ট পেয়েছি। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
স্বপন সিদ্দিকীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন অঙ্গনে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছে শিল্পী-কলাকুশলীসহ বিভিন্ন সংগঠন।
স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এ ছাড়া স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।