করোনায় মারা গেলেন বেড়া উপজেলা চেয়ারম্যান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/10/pabna-abdul-kader-chairman-photo.jpg)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল কাদেরের ছেলে আবেদীন কাদের আদর বলেন, ‘সপ্তাহ খানেক আগে বাবা অসুস্থ হলে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। করোনা শনাক্তের পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। গত কয়েকদিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর আজ সাড়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।’
এদিকে, মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যুতে পাবনার আওয়ামী লীগ নেতাকর্মী ও তাঁর সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘আগামীকাল শুক্রবার বেড়ায় পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের লাশ দাফন করা হবে।’