করোনা উপসর্গে সাতক্ষীরায় তরুণ সাংবাদিকের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/30/satkhira.jpg)
সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত তরুণ সাংবাদিক আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার তালা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক তরুণ সাংবাদিকের মৃত্যু হয়েছে। আব্দুস সালাম নামের ওই সাংবাদিক ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকে তালা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
মৃত সাংবাদিকের বাবা সিরাজ মোড়ল জানান, আব্দুস সালাম লিভার সিরোসিসে ভুগছিলেন। একইসঙ্গে গত সপ্তাহে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে তালা ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে মারা যান সালাম।
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, ‘আব্দুস সালাম শারীরিক নানা অসুখে ভুগছিলেন। এরই মধ্যে তিনি জ্বর ও সর্দিকাশিতে আক্রান্ত হন। মৃত্যুর পর তাঁর ও তাঁর পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁকে স্বাস্থ্যবিধি মেনে আজ দুপুরে দাফন করা হয়েছে।’