করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে সেল করেছে বিএনপি
করোনাভাইরাস পরিস্থিতি মোকবিলায় বিএনপি নিজস্ব উদ্যোগে সারা দেশে ত্রাণকাজ পরিচালনা করছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এরই মধ্যে নেতারা প্রায় ১২ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। সেই কাজকে আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের করোনা পরিস্থিতি, চিকিৎসা, কৃষি উৎপাদন পর্যবেক্ষণসহ দলের ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য বিএনপি ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের এই সেল গঠন করা হয়েছে। পরে বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবনেতা ডা. হারুন অর রশীদ, ডা. আবদুস সালাম, যুবদল নেতা সাইফুল আলম নীরব, সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের নেতা শফিউল বারী বাবু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের নেতা ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।
এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১২/১৩ বছর সরকারের শত নির্যাতনের পরেও আমরা আওয়ামী লীগ থেকে অনেক বেশি কাজ করেছি। করোনা মোকাবেলায় দলের ত্রাণ কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বিএনপি রাজধানীসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে যে ত্রাণ বিতরণ করা হয়েছে তা সারাদেশে ১২ লাখ লোকের হাতে পৌঁছেছে। বিএনপি ও অঙ্গসংগঠন ত্রাণ দিচ্ছে। আর জিয়াউর রহমান ফাউন্ডেশন, ড্যাবের মাধ্যমে হাসপাতাল ও চিকিৎসকদের মধ্যে উন্নত নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হচ্ছে। যুক্তরাজ্যেও বিএনপির পক্ষ থেকে সেখানে খাদ্য বিতরণ করা হচ্ছে।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের কাজ হবে করোনা পরিস্থিতি, চিকিৎসা, কৃষি উৎপাদন পর্যবেক্ষণ করা। পাশাপাশি সরকারের কোনো তথ্যের গড়মিল থাকলে তা সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। গত রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সেল গঠন ও ত্রাণ কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘পর্যবেক্ষণ সেলের কাজ শুরু হয়েছে। দেশের করোনা পরিস্থিতি দিন-দিন খারাপের দিকে যাচ্ছে। ত্রাণ তৎপরতা যেভাবে চলছে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। স্থায়ী কমিটির দেড় ঘণ্টার এই বৈঠকে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সামর্থ্য অনুযায়ী, করোনাযোদ্ধা চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পিপিই, দুস্থদের ত্রাণ ও কৃষিসামগ্রী নিয়ে পাশে থাকবে।’
এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে ত্রাণ বিতরণের অবস্থা জানতে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য হিসেবে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন ও বিকল্প প্রার্থী হিসেবে চিঠি পেয়েছিলেন তাদেরকে এবং সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে করোনা মহামারির বর্তমান সংকটকালে ত্রাণ তৎপরতার বিবরণ জানতে চাওয়া হয়েছে। সেই বিষয়ে প্রতিবেদন চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে নয়াপল্টনের কার্যালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।