কর্ণফুলীর দুষণ রক্ষায় সাম্পান মেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুই দিনব্যাপী সাম্পান মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার ঘাটে এই মেলার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ সাম্পান মেলা, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও দিদারুল আলম বক্তব্য দেন।
আয়োজকরা জানান, মুজিব শতবর্ষে কর্ণফুলীকে দুষণের হাত থেকে রক্ষা করতেই এই আয়োজন। এ জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের মধ্যে নদীদূষণ রোধে সচেতনতা জরুরি। দখলে বিপর্যস্ত নদীকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর পদক্ষেপও জরুরি। কারণ এই নদী না থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।
বক্তারা বলেন, বন্দর মোহনা থেকে হালদা মোহনা পর্যন্ত ১৬ কিলোমিটার কর্ণফুলী রক্ষার দায়িত্ব চট্টগ্রাম বন্দরের। বন্দর কর্তৃপক্ষ নিজেদের খেয়ালখুশি মতো নদীর তীর ও নদী ইজারা দিয়েছে। কিন্তু কর্ণফুলী খনন ও দখলমুক্ত করেনি। বঙ্গবন্ধু সারা জীবন নদী ও নৌকাকে ভালোবেসেছেন। তাঁর জন্মশতবার্ষিকীতে আজকের এই শোভাযাত্রায় একটাই দাবি, কর্ণফুলী দখল-দূষণমুক্ত হোক।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দর কর্ণফুলীতে। দখল দূষণে কর্ণফুলী গতিপথ হারালে বন্দর বন্ধ হয়ে যাবে। অর্থনীতি সঞ্চালনের মতো দেশে অন্য বিকল্প বন্দর নেই। তাই কর্ণফুলী রক্ষার সব আয়োজন চট্টগ্রাম বন্দরকেই করতে হবে।
সাম্পান শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী গবেষক অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, সদস্য সাইফুদ্দিন বেলাল, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সিনিয়র সহসভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক শাহ আলম, ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান দয়াল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, ইছানগর সদরঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ।
কাল শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে সাম্পান খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।