কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তা কারাগারে
চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আর্থিক লাভবানের অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন (কেজিডি) কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক সারোয়ার হোসেন ও সাবেক ব্যবস্থাপক মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আজ সকালে আগ্রাবাদ দুদকের কার্যালয় থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদক।
২০১৬ সালে নগরীর চাঁন্দগাও এলাকায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বড় ছেলে মুজিবুর রহমানকে ভুয়া গ্রাহক দেখিয়ে ২২টি দ্বিমুখি চুলার সংযোগ নেন। দুদকের দীর্ঘ তদন্ত শেষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপমহাব্যবস্থাপক সারোয়ার হোসেন ও সাবেক ব্যবস্থাপক মুজিবুর রহমান, সাবেক মন্ত্রীর ছেলে মুজিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে মামলা করে দুদক। এ মামলায় অর্থের বিনিময়ে অবৈধ সুযোগ ও সরকারি আদেশ অমান্য করার অভিযোগে দুদকের একটি মামলায় কেজিডির উপমহাব্যবস্থাপক সারোয়ার হোসেন ও সাবেক ব্যবস্থাপক মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়।
কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অবৈধ চুলার সংযোগ দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করে নিজেরা লাভবান হয়েছেন বলে আদালতকে জানান দুদকের আইনজীবী অ্যাডভোকেট সরোয়ার হোসেন।