কাফন পরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাফন পরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামের হেমায়েত উদ্দিন স্মৃতি জাদুঘরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নানাভাবে হয়রানির প্রতিবাদে এ কর্মসূচি পালন করে তারা।
সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ দাড়িয়া, মুক্তিযোদ্ধা আশরাফ আলী শেখ, সিরাজুল ইসলাম, মোমেলা বেগম ও লুৎফর রহমানসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের নামে তালিকাভুক্তির কথা বলে এ কমিটির সদস্যরা প্রত্যেক মুক্তিযোদ্ধা বাবদ ৫০ হাজার টাকা থেকে পাঁচ লাখ পর্যন্ত ঘুষ নিয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে নামঞ্জুর ও দ্বিধাবিভক্ত তালিকায় নাম প্রকাশ করেছে ওই কমিটি। এ ধরনের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। পুনরায় যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিক প্রণয়নের জোর দাবি জানান বক্তরা।
দাবি আদায় না হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনরত মুক্তিযোদ্ধারা।