কামাল লোহানীর মৃত্যুতে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে শোকের ছায়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/20/kamal_lohani_2.jpg)
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে। গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া পৃথক শোকবার্তা দিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।
ওবায়দুল কাদের আজ শনিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কাদের বলেন, কামাল লোহানীর মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠার নয়।
কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, কামাল লোহানী দেশমাতৃকার সেবায় নিবেদিত ছিলেন। ছায়ানটের সম্পাদক ও ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্বপালনকারী এই গুণী ব্যক্তিত্ব দেশের সাংস্কৃতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।
বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কামাল লোহানী ছিলেন বাংলাদেশের সংস্কৃতি ও সাংবাদিক জগতে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। আজীবন দেশ ও মানুষের সেবায় নিবেদিত এ মহান ব্যক্তির মৃত্যুতে সংস্কৃতিক্ষেত্রে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর কর্মের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।
শোকবার্তা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বন পরিবেশ ও জলবায়ুবিষয়কমন্ত্রী শাহাবুদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ মন্ত্রিসভার সব সদস্য।