কার্টুনিস্ট কিশোরের কানে অস্ত্রোপচার, বসানো হয়েছে যন্ত্র
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ডান কানে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভালভাবে শোনার জন্য তাঁর কানের মধ্যে একটি যন্ত্র বসানো হয়েছে।
আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কিশোরের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
কার্টুনিস্ট কিশোরের বড় ভাই আহসান কবির এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কিশোর ডান চোখেও সমস্যা রয়েছে। আগামীতে চোখেরও অস্ত্রোপচার করতে হবে।’
আহসান কবির বলেন, ‘কানের ভেতর একটি যন্ত্র বসানো হয়েছে। যেটি তাঁকে শুনতে সহযোগিতা করবে। আগামী ছয় মাসের ভেতরে যদি কিশোর আগের মতো আবারও শুনতে পান, সেক্ষেত্রে যন্ত্রটি একা একাই বের হয়ে আসবে। আর যদি কানের সমস্যার সমাধান না হয়, তাহলে চিকিৎসক পরামর্শ দেবেন কী করতে হবে।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর প্রায় ১০ মাস পর গত ৪ মার্চ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-২) থেকে ছয় মাসের জামিনে মুক্তি পান। এর আগের দিন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন। এর পর থেকেই কিশোর এই হাসপাতালে ভর্তি ছিলেন।
কিশোরের ভাই আহসান কবির বলেন, ‘সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। কিশোর সুস্থবোধ করলে আমরা তাঁকে বাড়িতে নিয়ে যাব।’
গত বছরের ৫ মে র্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামের ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।