কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কানে ছিল হেডফোন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিপ্লব নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর কানে হেডফোন ছিল। পা ছিল মাটিতে। পুলিশ ও স্থানীয়দের কাছে বিপ্লবের মৃত্যু তাই হয়ে উঠেছে রহস্যজনক।
আজ রোববার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকার একটি আম গাছ থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিপ্লব রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের সবুজ মিয়ার একমাত্র ছেলে। পেশায় তিনি ওয়ার্কশপ-শ্রমিক ছিলেন। বিপ্লবের মরদেহ উদ্ধারের সময় তাঁর গলায় দড়ি ছিল। সে দড়িতে আমগাছের সঙ্গে তাঁর মরদেহটি ঝুলছিল। কিন্তু, পা দুটি ছিল মাটির সঙ্গে লাগানো।
বিপ্লবের মা বিলকিস বেগম বলেন, ‘আমার ছেলে দালাল বাজারের একটি দোকানে কাজ করত। সেখানেই থাকত। বাড়িতে আসত না। ভোরে আশপাশের লোকজন গাছের সঙ্গে বাঁধা মরদেহ দেখে তাদের খবর দেয়।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’